কিছুকথা

আমার এই ওয়েবসাইট খোলার একমাত্র উদ্দেশ্য হল, সমস্ত ছাত্রছাত্রীর সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে যোগসূত্র স্থাপন করাআমার চিন্তা-ভাবনাগুলি লেখনীর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া ,কোনো প্রয়োজনীয় তথ্য এই ওয়েবসাইটে পরিবেশন করা। পারস্পরিক মত বিনিময় ও তথ্য আদান প্রদান বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে ও কার্যকারী পদক্ষেপ গ্রহনে সহায়ক। কাজেই, ছাত্র-ছাত্রীরা তাঁদের মুল্যবান মতামত ও পরামর্শ আমার E-mail- nurulmia2016@gmail.com এ পাঠাতে পারে।  

   সৃষ্টির সেরা জীব হিসাবে প্রতিটি মানুষের দায়িত্ব আছে মানুষের প্রতি, দায়িত্ত্ব আছে সৃষ্টির প্রতি। সৃষ্টির প্রতি দায়িত্বে অবহেলা, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর অনীহা দুর্বল ঈমানের পরিচয়। সামাজিক জীব হিসাবে আমরা আমাদের দায়িত্বকে অস্বীকার করতে পারিনা। মানুষ হয়ে মানুষের জন্য অতি অল্প হলেও যদি ভালো কিছু করে যেতে পারি- সেটাই হবে পরকালের প্রাপ্তি। এই বোধ ক্রমশ নিষ্প্রাণ হয়ে পড়ছে।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে, মানবতা বোধ ও ধর্মীয় চেতনা যদি জাগ্রত না হয় তাহলে অন্তরের মাঝে মনুষ্যত্ব নয় পশুত্বই তার পাকাপাকি জায়গা করে নেবে। তাই বলি-

ব্যর্থ করোনা তোমার জীবন  ধরণীর বুকে এসে
  যতটুকু পারো ততোটুকু করো পৃথিবীকে ভালোবেসে,”
                                                           
                              মোঃ নুরুল ইসলাম মিয়া
                               সুপারিনটেনডেন্ট
                                 বেলডাঙ্গা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা
                                   পোঃ বড়ুয়া, থানা-বেলডাঙ্গাজেলা মুর্শিদাবাদ
                               
                                                                                             
Web Site –  www.nurulmia.com

 E-mail- nurulmia2016@gmail.com

স্মারক পত্রিকা

( ২৬/১২/২০১৬, সোমবার, বেলা ১ টায় এই স্মারক পত্রিকা উদ্বোধন করা হলো। )


ডানদিক থেকে:
১) মহিদুর রহমান, রিসার্চ স্কলার, আলিয়া ইউনিভার্সিটি, কোলকাতা
২) সবুর আলি, প্রধান শিক্ষক, দেবকুন্ড হাই মাদ্রাসা (উঃ মাঃ)
৩) সুশান্তকর রায়, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক, বেলডাঙা ব্লক-১
৪) ড. জুলফিকার আলি, প্রফেসর, আলিয়া ইউনিভার্সিটি, কোলকাতা
৫) মোঃ নুরুল ইসলাম মিয়া, সুপারিনটেনডেন্ট, বেলডাঙা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা


মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
শুভেচ্ছা বার্তা 
  
 




ডাউনলোড 







   




কর্ম সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞাপণ

Beldanga Darul Hadeeth Senior Madrasah   4
                               বিজ্ঞপ্তি              Date-01/01/2016

   মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি পত্রিকা প্রকাশের উদ্দেশ্যে প্রাক্তন ও  বর্তমান শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিকট থেকে কবিতা, ছোট গল্প,স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, শিক্ষা বিষয়ক রচনা ইত্যাদি আহ্বান করা হচ্ছে

লেখার নিয়মাবলীঃ
 ১- লেখার মধ্যে শালীনতা বজায় রাখতে হবে।
২- বিতর্কিত লেখা চলবেনা। (লেখা বিতর্কিত কিনা, পত্রিকা কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত )
৩- লেখার মধ্যে ব্যক্তি বিশেষের প্রতি অতিপ্রশংসা বর্জনীয়
      (কারণ প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য)
৪- বিতর্কিত শব্দ বা লাইন থাকলে কর্তৃপক্ষ বাদ দিতে বাধ্য হবে
৫- লেখা ছাপানোর ক্ষেত্রে পত্রিকা কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত।
৬- লেখা কখনো  ৫০০ শব্দের অধিক হবেনা।
৭- লেখার নীচে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার অবশ্যই লিখতে হবে।
৮- লেখা জমা দেওয়ার শেষ তারিখ -31.03.2016
৯- 31.03.2016 তারিখের পর কোনো লেখা জমা নেওয়া হবেনা।
১০- লেখা জমা দেওয়া যাবে কল্যাণ বিশ্বাস অথবা  সাইদুর রহমান
       মোল্লার নিকট।
                                                             

                                                   *****              

পত্রিকায় প্রকাশিত খবর


দৈনিক কলম পত্রিকায় দেওয়া বিজ্ঞাপণ



২৭-১২-২০১৬ দৈনিক কলম পত্রিকায় প্রকাশিত খবর




১-১-২০১৭ পাক্ষিক কথাবার্তা-য় পত্রিকায় প্রকাশিত খবর




৬-১-২০১৭ দ্য ভয়েস অফ ওয়াদি পত্রিকায় প্রকাশিত