কর্ম সংক্রান্ত তথ্য চেয়ে বিজ্ঞাপণ

Beldanga Darul Hadeeth Senior Madrasah   4
                               বিজ্ঞপ্তি              Date-01/01/2016

   মাদ্রাসার ৭৫ বছর পূর্তি উপলক্ষে একটি পত্রিকা প্রকাশের উদ্দেশ্যে প্রাক্তন ও  বর্তমান শিক্ষক -শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের নিকট থেকে কবিতা, ছোট গল্প,স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী, শিক্ষা বিষয়ক রচনা ইত্যাদি আহ্বান করা হচ্ছে

লেখার নিয়মাবলীঃ
 ১- লেখার মধ্যে শালীনতা বজায় রাখতে হবে।
২- বিতর্কিত লেখা চলবেনা। (লেখা বিতর্কিত কিনা, পত্রিকা কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত )
৩- লেখার মধ্যে ব্যক্তি বিশেষের প্রতি অতিপ্রশংসা বর্জনীয়
      (কারণ প্রশংসা কেবলমাত্র আল্লাহর জন্য)
৪- বিতর্কিত শব্দ বা লাইন থাকলে কর্তৃপক্ষ বাদ দিতে বাধ্য হবে
৫- লেখা ছাপানোর ক্ষেত্রে পত্রিকা কমিটির সিদ্ধান্ত চুড়ান্ত।
৬- লেখা কখনো  ৫০০ শব্দের অধিক হবেনা।
৭- লেখার নীচে নাম ঠিকানা ও মোবাইল নাম্বার অবশ্যই লিখতে হবে।
৮- লেখা জমা দেওয়ার শেষ তারিখ -31.03.2016
৯- 31.03.2016 তারিখের পর কোনো লেখা জমা নেওয়া হবেনা।
১০- লেখা জমা দেওয়া যাবে কল্যাণ বিশ্বাস অথবা  সাইদুর রহমান
       মোল্লার নিকট।
                                                             

                                                   *****              

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন