কিছুকথা

আমার এই ওয়েবসাইট খোলার একমাত্র উদ্দেশ্য হল, সমস্ত ছাত্রছাত্রীর সঙ্গে এই ওয়েবসাইটের মাধ্যমে যোগসূত্র স্থাপন করাআমার চিন্তা-ভাবনাগুলি লেখনীর মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়া ,কোনো প্রয়োজনীয় তথ্য এই ওয়েবসাইটে পরিবেশন করা। পারস্পরিক মত বিনিময় ও তথ্য আদান প্রদান বিভিন্ন ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে ও কার্যকারী পদক্ষেপ গ্রহনে সহায়ক। কাজেই, ছাত্র-ছাত্রীরা তাঁদের মুল্যবান মতামত ও পরামর্শ আমার E-mail- nurulmia2016@gmail.com এ পাঠাতে পারে।  

   সৃষ্টির সেরা জীব হিসাবে প্রতিটি মানুষের দায়িত্ব আছে মানুষের প্রতি, দায়িত্ত্ব আছে সৃষ্টির প্রতি। সৃষ্টির প্রতি দায়িত্বে অবহেলা, দুর্দিনে মানুষের পাশে দাঁড়ানোর অনীহা দুর্বল ঈমানের পরিচয়। সামাজিক জীব হিসাবে আমরা আমাদের দায়িত্বকে অস্বীকার করতে পারিনা। মানুষ হয়ে মানুষের জন্য অতি অল্প হলেও যদি ভালো কিছু করে যেতে পারি- সেটাই হবে পরকালের প্রাপ্তি। এই বোধ ক্রমশ নিষ্প্রাণ হয়ে পড়ছে।
এ কথা অস্বীকার করার উপায় নেই যে, মানবতা বোধ ও ধর্মীয় চেতনা যদি জাগ্রত না হয় তাহলে অন্তরের মাঝে মনুষ্যত্ব নয় পশুত্বই তার পাকাপাকি জায়গা করে নেবে। তাই বলি-

ব্যর্থ করোনা তোমার জীবন  ধরণীর বুকে এসে
  যতটুকু পারো ততোটুকু করো পৃথিবীকে ভালোবেসে,”
                                                           
                              মোঃ নুরুল ইসলাম মিয়া
                               সুপারিনটেনডেন্ট
                                 বেলডাঙ্গা দারুল হাদীস সিনিয়র মাদ্রাসা
                                   পোঃ বড়ুয়া, থানা-বেলডাঙ্গাজেলা মুর্শিদাবাদ
                               
                                                                                             
Web Site –  www.nurulmia.com

 E-mail- nurulmia2016@gmail.com

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন