জঞ্জালে ভরে গেছে দুনিয়া

মোহাঃ নুরুল ইসলাম মিয়া

জঞ্জালে ভরে গেছে দুনিয়া
মানবতা মরে গেছে ডুবিয়া
দুনিয়াটা বড়ো গোল
বেঁধে যায় তালগোল
চক্করে মাথা যায় ঘুরিয়া
জঞ্জালে ভরে গেছে দুনিয়া।


মানবতা করে আজ হাহাকার
আশা-ভালোবাসা ভেঙে চুরমার
মানুষের সম্মান
ভেঙে হল খান খান
কোথা পাই বলো তারে খুঁজিয়া
জঞ্জালে ভরে গেছে দুনিয়া।

তোলাবাজ ঘুরে আজ চারিধার
শয়তান ঘুরে লয়ে হাতিয়ার
চারিদিকে রাহাজানি
ভায়ে ভায়ে হানাহানি
প্রাণ নিতে মানুষ আজ মরিয়া
জঞ্জালে ভরে গেছে দুনিয়া।

মুখ ঢেকে ঘুষ নেয় ঘুষখোর
পণ নিতে দরাদরি দিনভর
ভেজালের কারবার
চলিতেছে চারিধার
শিশুশ্রমে টাকা নেয় লুটিয়া
জঞ্জালে ভরে গেছে দুনিয়া।

সমাজের বুকে আজ বড়ো ঘুণ
ডাইনী বানিয়ে দেখো করে খুন
ছেলে-মেয়ে নিতে টানি
পাচারের জালখানি
পাতা আছে এ জগৎ জুড়িয়া
জঞ্জালে ভরে গেছে দুনিয়া।


জগতের বুকে এই প্রহসন
চলিবে কি বলো ভাই আজীবন?
মদ খেলে হয় শেষ
তবু আছে লাইসেন্স
নেশা নিয়ে প্রাণ যায় ডুবিয়া
জঞ্জালে ভরে গেছে দুনিয়া।

পৃথিবীটা যেন আজ কঙ্কাল
এসো সব তুলে ফেলি জঞ্জাল
জাগিবে না তুমি কি গো উঠিয়া
জঞ্জালে ভরে গেছে দুনিয়া।


 ******

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন